ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ইমরান আবার অভিযুক্ত হবেন ১২ ডিসেম্বর

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবার অভিযুক্তের সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত। ১২ ডিসেম্বর তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হবে। এ মামলায় একই দিন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধেও অভিযোগ গঠন হবে। 


মামলাটিতে পাকিস্তানের এক সাবেক সেনাপ্রধান ও এক মার্কিন কূটনীতিককে তলবের জন্য বিশেষ আদালতের বিচারকের কাছে আরজি জানিয়েছেন ইমরান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা চত্বরে বিশেষ আদালতে মামলাটির শুনানি চলছে। এই কারাগারেই আছেন ইমরান ও কুরেশি। ইমরান-কুরেশিকে অভিযুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে মামলার শুনানিতে বিচারক রাষ্ট্র পক্ষকে সংশ্লিষ্ট নথিপত্র বিবাদী পক্ষের আইনজীবীদের সরবরাহ করার নির্দেশ দেন।


বিচারক বলেন, ইসলামাবাদ হাইকোর্টের রায়ের আলোকে মামলার আসামিদের নতুন করে অভিযুক্তের বিষয়টি বাধ্যতামূলক। পরে আদালত মামলার শুনানি ১২ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন।

ads

Our Facebook Page